Print Date & Time : 10 July 2025 Thursday 9:23 pm

ছাত্রলীগের ৭৫ বছর পূর্তিতে ফরিদপুরে সাবেক ছাত্র নেতাদের পুনর্মিলনী

প্রতিনিধি, ফরিদপুর : বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রাম ও উন্নয়নের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তণ ছাত্রনেতাদের পুনর্মিলনী ও আলোচনা সভা হয়েছে ফরিদপুরের মধুখালীতে। বুধবার (০৪ জানুয়ারি) সকালে মধুখালী উপজেলা সদরে আখচাষী কল্যাণ ভবন চত্বরে প্রাক্তণ ছাত্রলীগ ফাউন্ডেশনের আহবায়ক অধ্যাপক মির্জা গোলাম ফারুক এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মির্জা আক্তারুজ্জামান খোকন, শহীদুল ইসলাম, শাহরিয়ার রনি, মির্জা আহসানুজ্জামান আজাউল, ওয়ালিদ হাসান মামুন, কামরুল ইসলাম পিন্টু, নুরুল ইসলাম উজ্জ্বল, শামীম হাসান শাহীন প্রমুখ। আলোচনা সভার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ বছর পূর্তিতে শোভাযাত্রা ও কেক কাটা হয়।

সভায় বক্তারা বলেন, অনুপ্রবেশকারীদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যারা কখনই আওয়ামী রাজনীতি করে তাদের হাতে আজ আওয়ামী লীগ জিম্মি। দলীয় শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নেতা-কর্মীদেরকে কেন্দ্রসহ তৃণমূল পর্যায়ে নেতৃত্বে আসার সুযোগ দানের আহবান জানান তারা।