Print Date & Time : 28 August 2025 Thursday 6:49 pm

ছাত্রলীগ নেতাকে আটকের পর পুলিশে সোপর্দ

প্রতিনিধি, লামনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি বাজার থেকে ছাত্রলীগের এক নেতাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

গত রোববার রাত ১০টায় রোকনুজ্জামান নিজ বাড়ি থেকে বড়বাড়ি যাওয়ার সময় তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মী। এ সময় তারা রোকনুজ্জামানকে ফ্যাসিস্টের দোসর দাবি করে পুলিশের হাতে তুলে দেয়।

সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছাত্রদলের লোকজন আটক করে পুলিশে দেয়। আগামীকাল রোকনুজ্জামানকে আদালতে সোপর্দ করা হবে।’