Print Date & Time : 13 August 2025 Wednesday 7:16 am

ছাত্রী ধর্ষণের অভিযোগে ৫ মাদরাসা শিক্ষক জেলহাজতে

 

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বড় হুজুর ইসমাইল হোসাইনসহ পাঁচ শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার মাদরাসা শিক্ষক ইসমাইল হোসাইন, আওলাদ হোসেন ওরফে আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আল-আমিন ও আমেনা বেগমকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুকসুদপুর আমলি আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মুকসুদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাতে মাদরাসা শিক্ষার্থীর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মুকসুদপুর থানায় বড় হুজুর ইসমাইল হোসাইন, মাদরাসাশিক্ষক আওলাদ হোসেন ওরফে আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মিজানুর রহমান মিজু ও আমেনা বেগমকে আসামি করে মামলা দায়ের করেন।

ইসমাইল হোসাইনের রুমেই ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে আসামিরা স্বীকার করেছেন। এ কাজে ওই পাঁচ শিক্ষক বড় হুজুরকে সহযোগিতা করেন। উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুরের বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গত ৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ধর্ষণের শিকার হয়।