Print Date & Time : 20 August 2025 Wednesday 10:14 am

“ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার”

প্রতিনিধি,চুয়াডাঙ্গা: “ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার” এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

“ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার” এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বিআরটিয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের (ইঞ্জি.) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, পুলিশ পরিদর্শক সারওয়ার হোসেন খাঁন, বিআরটিয়ের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম এবং জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.জেনারেল ইসলাম।
এ প্রশিক্ষণে প্রায় ১৫০ জন পেশাদার গাড়ী চালক অংশ গ্রহণ করে।