Print Date & Time : 8 July 2025 Tuesday 7:59 pm

ছাত্র সংগঠন যেন দলীয় রাজনীতির জায়গায় নেমে না আসে: সমাজকল্যাণ উপদেষ্টা

প্রতিনিধি, সাভার: বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা সাময়িকভাবে একটা নাজুক অবস্থা অতিক্রম করছে। নির্বাচিত ছাত্র সংসদ দ্বারা ছাত্রদের নেতৃত্ব বিকাশে উদ্যোগ নেয়া জরুরী তবে তা যেন দলীয় রাজনীতির প্রভাবমুক্ত হয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। 

তিনি আরও বলেন, ছাত্র সংগঠন যেন দলীয় রাজনীতির জায়গায় নেমে না আসে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আশুলিয়ার নলামে গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন ও গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, রাজনৈতিক বলয় তৈরি, পারস্পারিক সহনশীলতার অভাব, লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি, অপসংস্কৃতি, অপতৎপরতায় পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। এসব পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত ছাত্র সংসদ দ্বারা ছাত্রদের নেতৃত্ব বিকাশের উদ্যোগ নেয়া জরুরী। ছাত্রদের ভেতরে উন্নত চেতনা জাগ্রত এবং তাদের ও বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের ও সুশৃংখলতার জন্য ছাত্র সংগঠন প্রয়োজন। কিন্তু সেটা যেন দলীয় রাজনীতির জায়গায় নেমে না আসে। 

এসময় উপদেষ্টা গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি জাফরুল্লার স্মৃতিচারন করেন। এবং গণ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

দীর্ঘ এক দশক পর গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৪ সালে ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। বিগত ১১ বছরে এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়েছেন ৭ হাজারের বেশি শিক্ষার্থী।

সমাবর্তনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পিএইচডি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়ালিউল ইসলাম, ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।