Print Date & Time : 31 August 2025 Sunday 12:10 pm

ছাদবাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ

নিজস্ব প্রতিবেদক: ছাদবাগানের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে আজ বুধবার (১৪ জুন) স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ছাদ বাগান করলে সেখানে যেন মশার প্রজনন না হয়, সে জন্য তাদের হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান অবশ্যই পরিষ্কার রাখতে হবে, সেই শর্তে এই ট্যাক্স মওকুফ হবে। এর জন্য সিটি করপোরেশন নীতিমালা করে দিবে। বাগানের মাপ ধরন সব কিছু নির্দিষ্ট করে দেওয়া হবে।

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য সিটি করপোরেশনে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনভাবেই যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে সামাজিক টিম করা হয়েছে। যথাসময়ে বর্জ্য অপসারণ করা হবে।

তবে ঈদের দুই সপ্তাহ বাকি থাকলেও ঢাকাসহ সারা দেশে কতগুলো কোরবানির পশুর হাট বসবে তা জানে না স্থানীয় সরকার মন্ত্রণালয়।