Print Date & Time : 15 September 2025 Monday 11:53 am

ছুটির কেনাকাটায় অ্যাপল ওয়াচ বিক্রিতে রেকর্ড

শেয়ার বিজ ডেস্ক : বছরের শেষের দিকের ছুটির কেনাকাটায় বিক্রির রেকর্ড গড়েছে অ্যাপল ওয়াচ। সর্বোচ্চ পরিমাণ বিক্রির ফলে চলতি প্রান্তিকে পণ্যটি এ যাবৎকালের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রধান টিম কুক। খবর রয়টার্স।

কুক বলেন, বিক্রেতারা ঠিক কতগুলো গ্যাজেট মজুত করেছেন বিক্রির জন্য, সেটি হিসাব না করে কতগুলো এখন পর্যন্ত গ্রাহকের কাছে বিক্রি করা হয়েছে সেটির ওপর নির্ভর করেই এই পরিসংখ্যান বের করা হয়েছে। আমাদের ডেটা দেখাচ্ছে যে, অ্যাপল ওয়াচ খুবই ভালো অবস্থানে রয়েছে এবং এ বছরের ছুটির উপহার তালিকায় অন্যতম জনপ্রিয় পছন্দ ছিল বলে জানান তিনি। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইডিসির এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রায় ১১ লাখ অ্যাপল ওয়াচ বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুক বলেন, চার্টে বিক্রি বৃদ্ধি দেখাচ্ছে। ছুটির কেনাকাটার প্রথম সপ্তাহে আমাদের অ্যাপল ওয়াচের বিক্রি পণ্যটির ইতিহাসে আগের যে কোনো বিক্রির তুলনায় সর্বোচ্চ ছিল।