Print Date & Time : 5 July 2025 Saturday 10:10 pm

ছুরিকাঘাতে আহত রুশদি ভেন্টিলেটরে, কথা বলতে পারছেন না

শেয়ার বিজ ডেস্ক : ছুরিকাঘাতে গুরুতর আহত বিতর্কিত লেখক সালমান রুশদী হাসপাতালের ভেন্টিলেশনে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হন তিনি।  তিনি কথা বলতে পারছেন না। তার গলা ও পাকস্থলীতে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা চোখ হারাতে পারেন তিনি। সালমান রুশদির এজেন্ট অ্যাএন্ড্রু ওয়াইলির বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে উল্লেখ করা হেয়ছে, রুশদীর ওপর হামলার ঘটনায় পুলিশ নিউজার্সি থেকে ২৪ বছর বয়সী হাদি মাতার নামে একজনকে গ্রেপ্তার করেছে। নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, শিটোকোয়া ইন্সটিটিউশনে সন্দেহভাজন ওই ব্যক্তি দৌড়ে মঞ্চে গিয়ে রুশদী ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর আক্রমণ করে।  রুশদীর শারীরিক অবস্থা জানাতে এক বিবৃতিতে ওয়াইলি বলেন, রুশদী সম্ভবত চোখ হারাতে পারেন। তার বাহুর নার্ভ ও লিভার ছুরির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে পুলিশ এখনো এই হামলার মোটিভ সম্পর্কে কোন ধারনা দিতে পারেনি। তারা অনুষ্ঠানস্থলে পাওয়া ইলেক্ট্রনিক ডিভাইস ও একটি ব্যাগ পরীক্ষা করে দেখছে। হামলার পরপরই তাকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে মঞ্চে রুশদীর যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই হেনরি রিসেকে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। তিনি মাথায় অল্প আঘাত পেয়েছেন। হেনরি নিজেও হত্যার হুমকি পাওয়া নির্বাসিত লেখকদের জন্য কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা।

পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সেখানকার কর্মকর্তা ও দর্শক শ্রোতারা দ্রæত দৌড়ে গিয়ে হামলাকারীকে ধরে ফেলেন ও পরে তাকে আটক করা হয়। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী লিন্ডা আব্রামস নিউইয়র্ক টাইমসকে বলেছেন, বাধা দেয়ার পরেও হামলাকারী রুশদীকেও আঘাত করার চেষ্টা করছিলেন। তিনি আঘাত করেই যাচ্ছিলেন। তিনি ছিলেন ক্ষিপ্ত। খুবই শক্তিশালী ও দ্রুতগামী।