জনতা ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জনতা ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, কেএম সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মো. আব্দুল মজিদ ও রুবীনা আমীন এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. কামরল আহছান ব্যাংকের পক্ষ থেকে ধানমন্ডিস্থ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. রমজান বাহার, জিএমবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা-কর্মচারী এবং অফিসার সমিতি ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি