Print Date & Time : 12 September 2025 Friday 9:12 am

জনতা ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের বিষয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনতা ব্যাংক লিমিটেডের পরিবর্তে জনতা ব্যাংক পিএলসি নামে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ মোল্লা, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ, ব্যাংকের ডিএমডি, সিএফও এবং কোম্পানি সচিব উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি