জনতা ব্যাংকে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৫ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জš§বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে জনতা ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি মো. কামরুল আহছান, মো. গোলাম মরতুজা ও মো. রমজান বাহার, জিএম ও ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক দিবসটি গুরুত্বের সঙ্গে প্রধান কার্যালয়সহ সব বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে একযোগে উদযাপন করবে। বিজ্ঞপ্তি