Print Date & Time : 5 July 2025 Saturday 2:11 pm

জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক: আজ বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজিত জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

নিজের জন্য কিছু করার চেয়ে পরের জন্য কাজ করায় আনন্দ বেশি বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর এই সম্মেলনের আয়োজন করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া—যেন কেউ ভুলে না যায়, এই দায়িত্ব থেকে দূরে সরে না যায়…আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।’

এ সময়ে দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি।’

দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।