জন্মদিনে হোসাইন আহমেদকে স্মরণ করল কুমিল্লা ভ্যাট

নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ মার্চ। কমিশনার হোসাইন আহমেদ এর জন্মদিন। জন্মদিনের মাত্র দুইদিন আগে ১৩ মার্চ করোনার কাছে হেরে পরপারে পাড়ি জমিয়েছেন মেধাবী এ কর্মকর্তা। জন্মদিনে বিশেষ আয়োজনে এ কর্মকর্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাঁকে স্মরণ করলো কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। যার মধ্যে ছিলো-কুরআন খতম, দুরুদ খতম, ভাইবার গ্রুপে দোয়া, জন্মদিন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও মোনাজাত, মসজিদে বিশেষ দোয়া ইত্যাদি।

কুমিল্লা কমিশনারেটের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী ৩০ পারা কুরআন খতম করেন। কমিশনার থেকে শুরু করে সিপাই পর্যন্ত ৩০ জন ৩০ পারা ভাগ করে কুরআন খতম করেন। সৎ, কর্মনিষ্ঠ, সজ্জন সহকর্মীর (কমিশনার হোসাইন আহমেদ) বিদেহী আত্মার শান্তি কামনায় এ কুরআন খতম করা হয়। কর্মকর্তা-কর্মচারিরা তসবিহ পাঠ, কমিশনারেটের মেঘনা কনফারেন্সে এ কর্মকর্তার কর্মময় জীবনের উপর আলোচনা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া কমিশনারেটের পাশে গণপূর্তের মসজিদে বিশেষ দোয়া করা হয়।

কমিশনার ছাড়াও কুরআন খতমে অংশ নেন অতিরিক্ত কমিশনার মো. আব্দুল হাকিম, রাজস্ব কর্মকর্তা জহিরুল হক ভূঁইয়া, মোতালেব হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মো. সাখাওয়াত হোসেন, মো. শাহাদাত হোসেন, মো. আল আমিন ভূঁইয়া, আশরাফুল জান্নাত, মো. রুমেল তালুকদার, মো. শরীফ উদ্দিন, মো. আতিকুল ইসলাম, নাজমুল বাসার ও মো. ওমর ফারুক ভূঁইয়া, ইউডিএ সাইদুর রহমান, মো. জাকির হোসেন ও মো. শেখ ফরিদ, সিপাই আব্দুল্লাহ আল নোমান ও মো. ইকবাল হোসেন।

কুমিল্লা ভ্যাট কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘মরহুম একজন সহকর্মীর জন্য ধর্মীয়ভাবে আমাদের সাধ্যানুযায়ী যতটুকু সম্ভব করেছি। কুরআন খতমে কর্মকর্তা-কর্মচারিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। অনেকেই এটাকে একটি ব্যতিক্রমী মহৎ পদক্ষেপ বলেছেন। উদ্যোগ নিলেই হয়। এভাবে অন্যান্য সংস্থা ও দপ্তরে নিজেরা কুরআন তিলাওয়াত করে মৃত সহকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আজ হোসাইন আহমেদ’র জন্মদিনেই আমরা এসব আয়োজন করেছি। তিনি আমার ব্যাচমেট ও অগ্রজতুল্য। একান্ত নিজস্ব অনেক বিষয়ে কথা বলতেন। একজন প্রকৃত সৎ, সাহসী, কর্মবান্ধব, অন্যায়ের প্রতিবাদী, দেশপ্রেমী আদর্শ কর্মকর্তা ছিলেন। তাঁর স্মরণে সবাইকে সম্পৃক্ত করে দোয়া করতে পেরে স্বস্তিবোধ করছি। আমি সবার কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।’

কমিশনার হোসাইন আহমেদ ১৯৬৭ সালের ১৫ মার্চ রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। হোসাইন আহমেদ বিসিএস (শুল্ক ও আবগারী) ১৫তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হোসাইন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন থেকে এমএসএস ডিগ্রী লাভ করেন।

###