Print Date & Time : 29 August 2025 Friday 3:14 am

জন্মসনদ দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে জন্মনিবন্ধন সনদ দেওয়ার কথা বলে কিশোরী(১৫) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে এহসানুল হক (৪০) নামে এক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) রাতে ওই কিশোরী বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এহসানুল হক ফুলপুর পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলার চড়পাড়া গ্রামের আঃ হাই এর ছেলে।

ভুক্তভোগী ওই কিশোরী (১৫) ফুলপুর পৌর এলাকার চরপাড়া গ্রামে তার নানার বাড়িতে থাকতো। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তারা বাবা ঢাকায় একটি পোষাক কারখানায় চাকুরী করেন আর মা ওমান প্রবাসী।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২১ নভেম্বর ওই কিশোরী পৌর কার্যালয়ে কাউন্সিলর এহসানুল হকের কাছে জন্ম নিবন্ধন করতে যায়। এ সময় এহসানুল হক জন্ম নিবন্ধনের কাগজপত্র তার বাড়িতে আছে বলে মোটরসাইকেলে কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এক পর্যায়ে কুপ্রস্তাব দেয়। কিন্ত কিশোরী তার প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে এহসানুল মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।