Print Date & Time : 6 September 2025 Saturday 4:27 pm

জন্মাষ্টমীর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময়

প্রতিনিধি, রাজশাহী: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পুলিশি ব্যবস্থা গ্রহণ করবে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। গতকাল রোববার আরএমপির সদর দপ্তরে জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এ তথ্য জানান।

এদিন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’কে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরএমপিতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরএমপি কমিশনার বলেন, শুভ জš§াষ্টমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে। জš§াষ্টমীর শোভাযাত্রা ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে এবং ভিডিওচিত্র ধারণ করা হবে। প্রস্তুত থাকবে আরএমপি’র সিআরটি ও বোম নিস্ক্রিয় ইউনিট।   এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী ধর্মসভার সাবেক সভাপতি অলোক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।