Print Date & Time : 5 August 2025 Tuesday 2:32 am

জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধি, বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বেনাপোলের ওপারে বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পচনশীল পণ্যসহ বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে পেট্রাপোল বন্দরের বিভিন্ন পার্কিংয়ে। কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ভেতর বিভিন্ন পণ্য চালান পরীক্ষণ কাজ আগাম সম্পন্ন করছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, শ্রী কৃষ্ণের জš§াষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।