Print Date & Time : 28 August 2025 Thursday 11:47 pm

জন্মের পরই দেয়া হবে এনআইডি

নিজস্ব প্রতিবেদক : জন্মের পরই দেয়া হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এমন শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখন থেকে জন্মের পরপরই হবে নিবন্ধন, আর সেই ইউনিক আইডিই হবে জাতীয় পরিচয়পত্র নম্বর।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন সুরক্ষা সেবা বিভাগে নিয়ে আসা হয়েছে। আগামী ৩-৪ বছরপর জন্মগ্রহণ করা শিশুর সনদটি জাতীয় পরিচয়পত্র হয়ে যাবে।

মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, গেজেট না হওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে থাকবে। সংসদে আইনটি পাস হওয়ার পর জন্মের পর সনদটি সব জায়গায় একটি কার্ড হিসেবে ব্যবহৃত হবে।