জন লি হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী

শেয়ার বিজ ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পদে স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক নিরাপত্তা প্রধান জন লি কা-চিউ। গতকাল এক হাজার ৪১৬ ভোটে নির্বাচিত হন তিনি। মাত্র আটটি ভোট তার বিপক্ষে যায়। অবশ্য এ নির্বাচনে আর কোনো প্রার্থী ছিল না। খবর: বিবিসি।

তিনি আগামী ১ জুলাই থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শুরু করবেন। এর মধ্য দিয়ে হংকংয়ে প্রথম কোনো সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। হংকংয়ে বেইজিংয়ের আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নে ভূমিকা রাখায় লি’র ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গণতন্ত্রপন্থী আন্দোলনকে বাধাগ্রস্ত করেন তিনি বলে অভিযোগ রয়েছে। বিতর্কিত ওই আইনের অধীন হংকংয়ে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষকে আটক করা হয়েছে। অনেক গণতন্ত্রপন্থী নেতাকে জেলে পাঠানো হয়। বেইজিং প্রশাসনের ভয়ে অনেকে চুপ করে আছেন। কেউ কেউ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। চীনের কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের কারণে স্থিতিশীলতা পুনরুদ্ধারে আইনটি প্রয়োজনীয়। সেই থেকে আইনটির বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

নির্বাচনের আগে গত শুক্রবার সমর্থকদের সঙ্গে কথা বলার সময় জন লি জানান, হংকংয়ে গভীর সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধানে কাজ করার কথা বলেন তিনি। হংকংয়ের সম্ভাবনাকে বিকশিত করতে চীনের মূল ভূখণ্ড ও বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনেও কাজ করবেন তিনি বলে এদিন জানান।

৬৪ বছর বয়সী নতুন নির্বাহী বলেন, সুযোগটি কাজে লাগাতে হবে। এখন আর অপেক্ষা করার সময় নেই। আমাদের আন্তর্জাতিক শহর হিসেবে হংকংকে একীভূত করতে হবে।

সংশ্লিষ্টদের ধারণা, হংকংয়ে নিরাপত্তার নিশ্চিত করার জন্য লিকে ক্ষমতায় বসাচ্ছে বেইজিং।

হংকং ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ থেকে চীনে যুক্ত হয়। তখন থেকে পাঁচ বছর পরপর অঞ্চলটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। অঞ্চলটির বর্তমান প্রধান নির্বাহী ক্যারি লাম গত ৫ মে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।