Print Date & Time : 4 September 2025 Thursday 6:23 am

জবির ছাত্রীহলের নতুন প্রভোস্ট দীপিকা রাণী সরকার

প্রতিনিধি, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।

বুধবার (২৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। আগামী ৪ মার্চ হতে এই আদেশ কার্যকর হবে।’

দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, হলের প্রভোস্ট নিযুক্ত করায় আমি আনন্দিত। সঠিক ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব।