Print Date & Time : 29 August 2025 Friday 5:11 am

জবিস্থ মাদারীপুর জেলা ছাত্রকল্যাণের কমিটি গঠন

প্রতিনিধি, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ২০১৫-১৬ সেশনের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ হোসাইন ও ২০১৭-১৮ সেশনের ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো তামিম ইকবাল।

শুক্রবার (২৫ নভেম্বর) কমিটির প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অরুণ কুমার গোস্বামী, প্রধান সমন্বয়ক এইচ এম কামরুল হাসান সহ অন্যান্য উপদেষ্টারা এই কমিটির অনুমোদন দেন।

দীর্ঘদিন পর কমিটি পেয়ে সভাপতি মো. মিরাজ হোসাইন বলেন, আমাদের জেলার শিক্ষার্থীরা অনেক দিক থেকেই অবহেলিত। ঢাকায় এসে পড়াশুনা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি চেষ্টা করবো সবার সমস্যায় পাশে থাকার। এছাড়াও উপদেষ্টাদের আমি ধন্যবাদ জানাই।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক তামিম ইকবাল বলেন, মাদারীপুর জেলা হিসেবে প্রসিদ্ধ একটা জেলা। আমাদের জেলা সম্পর্কে অনেক মানুষের ধারণা নেই। আমরা চেষ্টা করবো আমাদের জেলার ইতিহাস ও ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে।