Print Date & Time : 14 September 2025 Sunday 2:28 am

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাসপিয়া, সাধারণ সম্পাদক রানা

প্রতিনিধি, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০২২-২৩ [1] বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ব্যাবস্থাপনা বিভাগের তাসপিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের রানা ইসলাম দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম কমিটির অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদে মধ্যে সহ সভাপতি পদে মো. তাহসিন ফাহাদ, মো. আতিকুর রহমান, মো. শাহরিয়ার কবির রিশাত, আফরিদা তাবাসসুম, কোষাধ্যক্ষ পদে সাফকাতুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরী বর্ণীয়, সাফায়েত আরদিত নাবিল ও মো. নাইমুল হাসান সুপ্ত দায়িত্ব পেয়েছেন।