Print Date & Time : 28 August 2025 Thursday 9:28 am

জবি সাংবাদিক সমিতিকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান

প্রতিনিধি, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছে ফাস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিঃ।

বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের উপস্থিতিতে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও ফাস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিঃ এর ইসলামপুর শাখার ভাইস-প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ ওলিউর রহমান, কেরাণীগঞ্জ শাখার ভাইস-প্রেসিডেন্ট ও ম্যানেজার মুসতাক আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল আলম এবং সাধারণ সম্পাদক আহসান জোবায়েরসহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।