নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, তার বিরুদ্ধে অনেকে মন্ত্রণালয়ে নানা অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী, যে কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়া হলে তাকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে, তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, রাস্তা নির্মাণের নামে জমি অধিগ্রহণ করে মালিকদের টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযোগসহ অন্যান্য অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
সচিবালয়ে নিজ কার্যালয়ে গতকাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। স্থানীয় সরকারমন্ত্রী জানান, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের মধ্য থেকে ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। আগামী ৩ দিনের মধ্যে ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব নেবেন।
অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে দল থেকে আগেই বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের স্থলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে আতাউল্লাহ মণ্ডলকে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল দুপুরে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে এ দায়িত্ব দেয়া হয়েছে।