নিজস্ব প্রতিবেদক: ব্যবসা বাড়াতে জমি কিনবে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড ও আইএফআইসি ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এমজেএল : কোম্পানির পরিচালনা পর্ষদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়ায় ৫৩ বিঘা জমি কেনার সিন্ধান্ত নিয়েছে। এই জমি কিনতে মোট খরচ হবে ৯৭ কোটি টাকা। কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা বাড়াতে এ জমি কেনা হচ্ছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ৯১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৯৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ২০৮ কোটি ৪৪ লাখ টাকা।
এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩০১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৯৫ কোটি ৯৬ লাখ টাকা।
গতকাল কোম্পানির শেয়ারদর এক দশমিক ৫৫ শতাংশ বা এক টাকা ৭০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৮ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০৮ টাকা ৬০ পয়সা। ওইদিন কোম্পানির ৭০ হাজার ৩৮৮টি শেয়ার মোট ২৪৮ বার হাতবদল হয়, যার বাজারদর ৭৬ লাখ ৪৩ হাজার টাকা। গত এক বছরে শেয়ার দর সর্বনি¤œ ১০৩ টাকা ১০ পয়সা থেকে ১২৫ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়।
আইএফআইসি ব্যাংক : ব্যাংকটির পরিচালনা পর্ষদ ঢাকার পুরানা পল্টনে ৩৯ দশমিক ৫৬ শতাংশ জমি কেনার সিন্ধান্ত নিয়েছে। জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান খরচ ছাড়া ১৭৫ কোটি টাকা ব্যয় হবে। বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ জমি কিনতে পারবে।
ব্যাংক খাতের কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে দুই টাকা ৮১ পয়সা এবং এনএভি হয়েছে ২৪ টাকা ৬৯ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৫৮ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা।
দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৯৫ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৭৬০ কোটি ৭৬ লাখ টাকা।
গতকাল কোম্পানির শেয়ারদর এক দশমিক ২০ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। ওইদিন কোম্পানির ৯ লাখ ৭৬ হাজার ৭৫৫টি শেয়ার মোট ৬৩৮ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। গত এক বছরে শেয়ার দর সর্বনি¤œ ১৫ টাকা ৫০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়।