Print Date & Time : 28 August 2025 Thursday 7:17 pm

জমি কিনবে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকটি ৬২ শতাংশ জমি কিনবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, প্রাইম ব্যাংক লিমিটেড পঞ্চবাড়ীয়া, যশোর সদর, যশোরে ৬২ শতাংশ জমি কিনবে। আর এতে রেজিস্ট্রেশন, ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য খরচবাবদ মোট ৮৫ লাখ টাকা ব্যয় হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পেলেই এ জমি কিনতে পারবে কোম্পানিটি।

গতকাল শেয়ারদর পাঁচ দশমিক ৪১ শতাংশ বা এক টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৭ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে ৭৯ লাখ ৫৭ হাজার ৭২৯টি শেয়ার মোট এক হাজার ১৫৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২১ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ২৬ টাকা ১০ পয়সা থেকে ২৭ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ১৪ টাকা ৬০ পয়সা থেকে ২৭ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।