Print Date & Time : 4 September 2025 Thursday 12:25 am

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, জামালপুর: জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্কাস আলী ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা নায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, বিরোধপূর্ণ জমিতে রোপনকৃত সুপারি গাছ প্রতিপক্ষ মতিউর রহমান(৪৫) কেটে নেয়ার সময় আক্কাস আলী ফকিরবাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এক পর্যায়ে আক্কাস আলী ফকিরকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় জনতা প্রতিপক্ষ মতিউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি।