Print Date & Time : 15 September 2025 Monday 10:50 pm

জম্মু-কাশ্মীরে সংঘর্ষ, দুই পাকিস্তানিসহ নিহত ৬

  শেয়ার বিজ ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধ হয়েছে। এতে দুই পাকিস্তানিসহ ৬ জন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় কাশ্মীরের কুলগাম ও অনন্তনাগ জেলার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের ‘সন্ত্রাসী’ বলে দাবি করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। খবর: এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মীরের কুলগাম ও অনন্তনাগে দুটি পৃথক সংঘর্ষে তারা নিহত হন।

কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে টুইট করে একজন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানায়। পরে তারা এ অভিযানে আরও দুজন নিহত হওয়ার তথ্য দেয়। গতকাল সকালে আবার জানায়, পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, নিহত ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের সদস্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

নিহত ছয়জনের মধ্যে চারজনকে শনাক্ত করার কথা জানিয়েছে কাশ্মীর পুলিশ। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি ও দু’জন স্থানীয় সন্ত্রাসী। বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ইংরেজি নববর্ষের আগে নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

অনন্তনাগের নৌগাম এলাকায় তল্লাশি অভিযানের সময় এক পুলিশকর্মী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ জানায়, অনন্তনাগের নওগাম এলাকায় অভিযানকালে তাদের এক সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অনন্তনাগে সংঘর্ষ শুরুর পর কুলগামের মিরহামা গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামে সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর ছিল পুলিশের কাছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগামের মীরহামা গ্রামে নিরাপত্তা অভিযান শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযানে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করে। সংঘর্ষের ঘটনায় কাশ্মীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি বাড়িয়েছে প্রশাসন।