মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ১১৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি গাজীপুরের জয়দেবপুরে সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি ইউনিট কমান্ডার আলহাজ মো. মহর আলী, এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাস, হেড অব অপারেশন্স ডিভিশন স্বপন কুমার বিশ্বাস, হেড অব ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস, সৈয়দ রফিকুল হোসেন এবং গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 3 August 2025 Sunday 11:39 pm
জয়দেবপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: