প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে এক গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগে ধরঞ্জী ইউপি সদস্য শাহাবুল ইসলামসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হলে গতকাল বুধবার সকালে ধরঞ্জী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার সহযোগী জয়পুরহাট সদর উপজেলার উত্তর বানিয়াপাড়া গ্রামের জবায়দুর রহমানের ছেলে দুদু মিয়া (৩২)।
মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার এক তরুণীর সঙ্গে পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের জাহিদ হোসেনের (৩৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ ওই গার্মেন্টকর্মীকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ও নগদ প্রায় দেড় লাখ হাতিয়ে নিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
পরে ইউপি সদস্য শাহাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ওই গার্মেন্টকর্মী। তার আশ্বাসে গত সোমবার সন্ধ্যায় পাঁচবিবি পৌর শহরে যায় ওই গার্মেন্টকর্মী। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে মির্জাপুর গ্রামে নিয়ে গিয়ে ওই তরুণীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, প্রাথমিক তদন্ত করে ধর্ষণের সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।