Print Date & Time : 7 July 2025 Monday 9:27 pm

জয়পুরহাটে ট্রাক্টর খাদে পড়ে চালকের মৃত্যু

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাক্টর উল্টে পুকুরের নিচে চাপা পড়ে হানিফ আলী (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হানিফ আলী জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মণ্ডল পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

ওসি আলমগীর জাহান জানান, হানিফ আলী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন।  সকালে ট্রাক্টর চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ফেরার সময় রাস্তাটি পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে হানিফ আটকে পড়েন।

ওসি আরও জানান, ট্রাক্টরের নিচে খোঁজাখুঁজি করে হানিফের লাশ পাওয়া যায়।