Print Date & Time : 9 September 2025 Tuesday 12:55 pm

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় সালমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সালমা বেগম পাঁচবিবি উপজেলার নাকোরগাছীর আব্দুল জব্বারের স্ত্রী। 

ওসি পলাশ চন্দ্র দেব জানান, পাঁচবিবি স্টেশন এলাকায় এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।