Print Date & Time : 28 August 2025 Thursday 5:48 pm

জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুনী

প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে এক তরুনী (২৪) ধর্ষণের শিকার হওয়ায় ওই তরুনীর প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২১) ও পশ্চিম রুকিন্দীপুর তায়েজপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সাগর হোসেন (২৭)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক মামলার বরাত দিয়ে জানান, প্রায় দেড় মাস পূর্বে নওগাঁর বদলগাছীর কান্দা গ্রামের ওই তরুনীর সাথে সাগরের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। গত ১৯ নভেম্বর সকালে সাগর ওই তরুনীকে বিয়ের প্রলোভন দিয়ে জয়পুরহাট শহরে ডেকে নেন। পরে সকাল থেকে সারাদিন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এরপরে রাতে সাগরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই মেয়েকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে সাগর ও তার বন্ধু ফরহাদ পালাক্রমে সেই মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণের পর তরুনীকে নিয়ে অভিযুক্তরা জয়পুরহাট শহরে নিয়ে আসার পথে আউশগাড়া এলাকায় টহলরত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। সেখানে মেয়েটির থেকে ধর্ষণের ঘটনাটি শুনে দুইজনকে আটক করে পুলিশ