Print Date & Time : 10 September 2025 Wednesday 10:08 pm

জয়পুরহাটে বাসচাপায় সেনাসদস্য নিহত

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হোসেন (৩০) নামের এক সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের কাছে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনাসদস্য নাইচ হোসেন (৩০) তার শিশুপুত্রের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়ি আসেন। সকালে অনুষ্ঠানের বাজার করতে আক্কেলপুর বাজারে এসেছিলেন। মোটরসাইকেলে আক্কেলপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের কাছে সিঙ্গার শো-রুমের সামনে বিপরীত দিক থেকে বগুড়া থেকে ছেড়ে আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়।

নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রানা বলেন, ‘নাইচ হোসেন (৩০) বাজার করে ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন’।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দীক বলেন, ‘মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাস এবং চালককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।’

আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।