Print Date & Time : 16 August 2025 Saturday 1:24 am

জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগীকে গ্রেপ্তার  করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

গতকাল শনিবার ভোর রাতে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান (২৪)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত  সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তার দলের সদস্যদের নিয়ে শহরের শান্তিনগর এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তাদের গ্রেপ্তার  করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ প্রায় দশটি মামলা রয়েছে বলে তিনি জানান।