জরিনা সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মা মরহুমা জরিনা সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কবর জিয়ারত, দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ ও গণভোজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার, সিকদার মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক মো. সালাহউদ্দীন খান এবং ডাক্তার মেন্ডি সিকদার উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী। বিজ্ঞপ্তি