Print Date & Time : 21 July 2025 Monday 2:05 pm

জরিমানা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিম উৎপাদনকারী কোম্পানিগুলোর

 

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ফেডারেল জুরি কয়েকটি ডিম উৎপাদন কোম্পানিকে ১৭ দশমিক ৭ মিলিয়ন বা এক কোটি ৭৭ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার আদেশ দিয়েছেন। এই কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে ডিমের সরবরাহ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। খবর: সিবিএস নিউজ।

বিচারকরা জানিয়েছেন, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিমের উৎপাদন সীমিত করে এর দাম বৃদ্ধি করেছে কোম্পানিগুলো।

ক্ষতিপূরণের রায়টি গত শুক্রবার নর্দান ডিসট্রিক্ট অব ইলিনয়ে পৌঁছায়। ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন অনুযায়ী, ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে তিনগুণ বা ৫৩ মিলিয়ন ডলারের বেশি।

আদালতের রায়ের কপি শুক্রবার সন্ধ্যার আগে পাওয়া না গেলেও উৎপাদনকারী কোম্পানির অ্যাটর্নি ও একজন ডিম সরবরাহকারী জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ এক কোটি ৭৭ লাখ ডলার।

ডিম উৎপাদনকারীদের মুখপাত্র ব্র্যান্ডন ফক্স এক বিবৃতিতে বলেন, আমরা জুরির কাজ ও অনুসন্ধানের প্রতি কৃতজ্ঞ। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা এবং এতে জুরির ভূমিকা অপরিহার্য। তবে আদালতে অভিযুক্ত কোম্পানিগুলো সব অভিযোগ অস্বীকার করেছে।

আদালতের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিম উৎপাদনকারী কোম্পানিগুলো দেশের বাইরে ডিম রপ্তানি করে স্থানীয় বাজারে সংকট তৈরি করে। এছাড়া মুরগি উৎপাদন সীমিত করেও সংকট তৈরি করে তারা।

খাদ্য উৎপাদনকারী কোম্পানি ক্রাফট ফুড গ্লোবাল ইনকরপোরেটেড, দ্য কেলগ কোম্পানি, জেনারেল মিলস, ইনকরপোরেটেড ও নেসলে ইউএসএ ইনকরপোরেটেড বাদী হয়ে ডিম সরবরাহকারীর বিরুদ্ধে মামলা করেছে।

জুরি তাদের অনুসন্ধানে ক্যাল-মেইন ফুডস ইনকরপোরেটেড, ইউনাইটেড এগ প্রডিউসারস ইনকরপোরেটেড, ইউনাইটেড স্টেটস এগ মার্কেটার্স ইনকরপোরেটেড ও রোজ অ্যাক্রে ফার্ম ইনকরপোরেটেডকে অভিযুক্ত করেছে। জুরিরা এসব কোম্পানির জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান রোজ অ্যাক্রে এক বিবৃতিতে এই রায় প্রত্যাখ্যান করেছে।  তারা এক বিবৃতিতে বলেছে, রোজ অ্যাক্রে কোনো ধরনের প্রতিযোগিতা এবং ডিমের দাম নিয়ে ষড়যন্ত্রে জড়িত ছিল না এবং তারা সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে। তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে।

এছাড়া ক্যাল-মেইন ফুডস তাদের বিবৃতিতে বলেছে, জুরির রায়কে তারা সম্মান জানাচ্ছে। ক্ষতিপূরণের রায় তাদের হতাশ করেছে। তাদের কোম্পানি ভুল কিছুর সঙ্গে জড়িত নয়।

ইউনাইটেড এগ প্রডিউসারস ও ইউনাইটেড স্টেইটস এগ মার্কেটারস প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সিবিএস নিউজের ইমেইলের কোনো জবাব দেননি।