Print Date & Time : 7 July 2025 Monday 8:38 am

জরুরি অবস্থার মেয়াদ বাড়ল শ্রীলঙ্কায়

শেয়ার বিজ ডেস্ক : ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় চলমান জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে দেশটির পার্লামেন্ট। দেশজুড়ে রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে আরোপিত কঠোর জরুরি আইন আগামী এক মাসের জন্য বাড়ানো হয়েছে। খবর আলজাজিরা ও  দ্য গার্ডিয়ান

এ বিষয়ে গতকাল বুধবার (২৭ জুলাই) দেশটির পার্লামেন্টের ২২৫ সদস্যের মধ্যে জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে ভোট দেন ১২০ এমপি। বিপক্ষে অবস্থান নেন ৬৩ জন। সংসদে পাস না হলে বুধবারই শেষ হয়ে যেত জরুরি অবস্থা।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় গত ১৭ জুলাই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমাসিংহে। গোটাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদ  থেকে সরে দাঁড়ালে পার্লামেন্টে ভোটাভুটিতে  প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল। এরপরই সরকার গঠন করে পরিস্থিতি সামাল দেয়ার অঙ্গীকার করেন তিনি।

এদিকে বিরোধী দলগুলো এ জরুরি অবস্থাকে ভিন্নমতাবলম্বীদের দমনের কৌশল হিসেবে সমালোচনা করে আসছে। দেশজুড়ে শৃঙ্খলা ফেরাতে রনিল বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের দমাতে যে কঠোর অবস্থান নিয়েছেন, তা ভালোভাবে নিচ্ছেন না অনেকেই।