Print Date & Time : 31 August 2025 Sunday 12:24 pm

জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার দরকার শ্রীলঙ্কার

শেয়ার বিজ ডেস্ক: চরম অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ঠিক রাখতে ছয় মাসের মধ্যে শ্রীলঙ্কায় প্রায় ৩০০ কোটি ডলার বৈদেশিক সাহায্য প্রয়োজন। খবর: সিলন টুডে।

শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরির বরাত দিয়ে সিলন টুডে জানায়, প্রয়োজন মেটানো কঠিন কাজ। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে এ মাসে আলোচনার কথা রয়েছে বলেন জানান সাবরি। সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে এ অর্থপ্রাপ্তিও কঠিন বলে মনে করেন তিনি।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বর্তমান সরকারের মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করার পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেয়া হয়। তিনিও গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেয়ার পর এ পদে আলী সাবরিকে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, তার দেশ আন্তর্জাতিক সার্বভৌম বন্ড পুনর্গঠন করতে অর্থ পরিশোধের ওপর একটি স্থগিতাদেশ চাইবে। জুলাইয়ে আসন্ন ১০০ কোটি ডলারের পেমেন্টের জন্য বন্ডহোল্ডারদের সঙ্গে আলোচনার বিষয়ে তার সরকার আত্মবিশ্বাসী।

তিনি বলেন, হার্ড ডিফল্টের পরিণতি আমরা বুঝতে পারছি। সে পর্যায়ে যাতে যেতে না হয়, সেজন্য চেষ্টা করা হচ্ছে। আমরা জানি আমরা কোথায় আছি এবং একমাত্র করণীয় হলো এই পরিস্থিতি মোকাবিলা করা। এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই। তাই জ্বালানির জন্য ভারতের কাছ থেকে আরও ৫০ কোটি ডলারের ঋণ চাওয়া হবে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ অংশীদারদের কাছ থেকেও সহায়তা চাওয়া হবে।

এছাড়া বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে করের হার বাড়ানো এবং আগামী ছয় মাসের মধ্যে জ্বালানির দাম আরও বাড়ানোর কথাও বলেন তিনি। তবে এসব অজনপ্রিয় পদক্ষেপ হলেও দেশকে এই অবস্থা থেকে বের করে আনার আর বিকল্প নেই বলে মনে করেন তিনি। ২০২০ সালের জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে গেছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির বৈদেশিক রিজার্ভ ছিল মাত্র ২৩১ কোটি ডলার।