ব্র্যাক ব্যাংক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জলবায়ুর কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে। ‘প্রোমোটিং হোলিস্টিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার সার্ভিসেস থ্রু অ্যাডাপ্টেশন ক্লিনিক’ নামক এই যৌথ উদ্যোগের আওতায় ব্র্যাক কৃষকদের কৃষি উপকরণ, যন্ত্রপাতি, পণ্য প্রক্রিয়াকরণ এবং সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ক্ষেত্রে সহায়তা দেবে। সম্প্রতি এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. সাব্বির হোসেন এবং ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোরশেদ একটি চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের পরিচালক মো. লিয়াকত আলী, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তৌসিফ আহমেদ কুরাশি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 13 September 2025 Saturday 5:51 pm
জলবায়ু-উপযুক্ত কৃষি প্রসারে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: