জলবায়ু সম্মেলনের খসড়া চুক্তি প্রকাশ

শেয়ার বিজ ডেস্ক: মিসরের শারম-আল-নগরে অনুষ্ঠিত কপ-২৭ জলবায়ু সম্মেলনের প্রথম খসড়া চুক্তি প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু সংস্থা। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এ খসড়া চুক্তিটি এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মতিপত্র হয়ে উঠতে পারে। খবর: রয়টার্স।

তবে ‘নন-পেপার’ লেবেল আটা থাকায় এ নথিটি চূড়ান্ত সংস্করণ থেকে এখনও অনেক দূরে বলে ধারণা বিশ্লেষকদের। এ নথিতে গত বছর যুক্তরাজ্যের গ্লাসগোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের চুক্তির লক্ষ্যের পুনরাবৃত্তি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়েছিল কপ-২৬।

এবারের খসড়া চুক্তিতে নিরবচ্ছিন্ন কয়লা বিদ্যুতের ব্যবহার ধীরে ধীরে বা পর্যায়ক্রমে বন্ধ করার পদক্ষেপ ত্বরান্বিত করার প্রসঙ্গ রয়েছে। এছাড়া অকার্যকর জীবাশ্ম জ্বালানি ভর্তুকি যুক্তিযুক্ত করতে বা পর্যায়ক্রমে বন্ধ করতে বলা হয়েছে। এতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে সব জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার কথা বলা হয়নি।

খসড়ায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার জন্য তহবিল গঠনের বিস্তারিত অন্তর্ভুক্ত করা হয়নি। দ্বীপ রাষ্ট্রগুলোসহ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে বেশিরভাগ দেশের প্রধান দাবি ছিল এটি। এর বদলে এতে সম্মেলনের কার্যসূচিতে ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সাড়া দিতে তহবিল ব্যবস্থা-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে প্রথমবারের মতো পক্ষগুলোর সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে।

এ নথিতে প্যারিস চুক্তির তাপমাত্রা লক্ষ্য অর্জনের জন্য সব স্তরে সব প্রচেষ্টা চালানোর গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে। ২০১৫ সালে ঐতিহাসিক প্যারিস চুক্তিতে দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, তাপমাত্রা বৃদ্ধি প্রাক শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা দরকার।

সম্মেলনে অংশ নেয়া প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্তির জন্য জানানো অনুরোধের ভিত্তিতে এ নথিটি তৈরি করা হয়েছে এবং এতে আরও তথ্য যুক্ত হবে।