Print Date & Time : 1 September 2025 Monday 7:10 pm

জাগো ফাউন্ডেশনকে ল্যাপটপ অনুদান দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিতে সম্প্রতি জাগো ফাউন্ডেশনকে ২৫টি ল্যাপটপ অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সম্প্রতি ব্যাংকের সদর দপ্তরে হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও নাসের এজাজ বিজয়, কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী, জাগো বাংলাদেশের নির্বাহী পরিচালক কোরভি রাকশান্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাগো ফাউন্ডেশন কম্পিউটার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও সহ-পাঠ্যক্রমে উৎসাহিত করে তোলে। তাদের সব শিক্ষার্থীই সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসেছে। ফলে কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহারের সামর্থ্য তাদের নেই। বিজ্ঞপ্তি