Print Date & Time : 28 August 2025 Thursday 11:06 pm

জাজিরা প্রান্তেও পদ্মা সেতুর ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের  জাজিরা প্রান্তেও পদ্ম সেতুর উদ্বোধনী ফলক ও মু্্যরাল-২ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   আজ শনিবার (২৫) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন উদ্বোধনী ফলক মু্্যরাল-২ উন্মোচন করেন তিনি।  উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচরে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।   এর আগে তিনি মোনাজাতে অংশ নেন।  

এর আগে দুপুর ১২ টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।   উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পয়েন্টো উদ্দেশ্যে যাত্রা করেন।   জাজিরা প্রান্তেও দুপুর  ১২ টা ৩৮ মিনিটে ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।