Print Date & Time : 3 September 2025 Wednesday 4:24 am

জাতির জনকের সমাধিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। গত শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও জিএম মো. ফয়েজ আলম, গোপালগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল মান্নান, এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সেক্রেটারি তাজউদ্দীন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি