জাতির পিতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের খাদ্য বিতরণ

ইসলামী ব্যাংকের উদ্যোগে গতকাল জামি’আ দারুল উলুম মতিঝিল মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এতিম ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জেকিউএম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমেদ। বিজ্ঞপ্তি