Print Date & Time : 12 September 2025 Friday 2:41 am

জাতীয় টিভি বিতর্কে বিজয়ী হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, কুবি : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় বিটিভির রামপুরা কেন্দ্রে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয়বস্তু ছিল ‘দেশি প্রযুক্তিবিদরাই পারে আমাদের তথ্যপ্রযুক্তি খাতকে উন্নত করতে।’ এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আসাদ টিমকে ২-১ ব্যালটে হারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। 

প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম বিপক্ষ দল হিসেবে অংশ নেয়। এতে যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমের আফরিন দীপা ও কাউসার আহাম্মেদ বাঁধন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল্লাহ আল নোমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমের পক্ষে বিতর্ক করেন সাদিয়া আফরিন দীপা, আল নাঈম ও কাউসার আহাম্মেদ বাঁধন। সহযোগী হিসেবে ছিলেন মো. তরিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আতিকুজ্জামান মোল্লা ও মো. রাসেল মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুবসহ ডিবেটিং সোসাইটির সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমের প্রধান ও শ্রেষ্ঠ বিতার্কিক সাদিয়া আফরিন দীপা অনুভূতি প্রকাশ করে বলেন, জয়ের অনুভূতি সবসময় আনন্দের। আমি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পল্লীকবি জসিমউদ্দীন হলে বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন দেখেছি আমার জয়ে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দের জোয়ারে ভেসেছে। আমরা এর আগেও টিভি বিতর্কে জয়লাভ করেছি, কিন্তু বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানের আমেজটাই থাকে অন্যরকম। আর প্রতিপক্ষ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে জয়ের আনন্দটা একটু বেশিই বাঁধভাঙা।

উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর আগে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত টেলিভিশন বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতাও জয় করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।