Print Date & Time : 9 September 2025 Tuesday 3:56 am

জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম শুরু

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, ঢাকা অঞ্চলের নির্বাচনী অফিসার হেলাল উদ্দীন এবং সিনিয়র নির্বাচন অফিসার মুনির হোসাইন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

জানা যায়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করার জন্য নিবন্ধন ফরম (িি.িহরফ.িমড়া.নফ) যথাযথভাবে পূরণ করে কপি ডাউনলোড করে অনলাইন জš§সনদ, শিক্ষা সনদ, পিতা/মাতার এনআইডি কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডে কপির সত্যায়িত কপি সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে (নিবন্ধন কেন্দ্র) আসতে বলা হয়েছে। এর আগে যেসব শিক্ষার্থী নিবন্ধন ফরম পূরণ করেছেন, কিন্তু বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারেননি, তারাও জাতীয় পত্র নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের উল্লিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।