Print Date & Time : 29 August 2025 Friday 6:18 pm

জাতীয় শোক দিবসে কমিউনিটি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ১৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এসএম মঈনুল কবীর এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআইও আব্দুল কাইয়ুম খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিজ্ঞপ্তি