Print Date & Time : 5 August 2025 Tuesday 3:40 am

জাতীয় পার্টির নেতা জাফরুল্লাহ খান চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিওবদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা, জাতীয় পার্টির (কাজী জাফর আহমেদ) মহাসচিব এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ খান চৌধুরী (লাহরী খান) মারা গেছেন। কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার নিজ বাসভবনে গতকাল রোববার রাত ১০টা ৫০মিনিটে মারা যান প্রবীণ এ রাজনীতিবিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাফরুল্লাহ খান চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন বলে জানা গেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে গ্রামের বাড়ি হাটশ হরিপুরে জাফরুল্লাহ খান চৌধুরীর প্রথম জানাজা এবং বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পৌর কবরস্থানে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত বছর জাফরুল্লাহ খান চৌধুরীর স্ত্রী মারা গিয়েছিলেন।