জাতীয় মৎস্য সপ্তাহে মাছ চাষে সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ

প্রতিনিধি, পাবনা : আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্্যাপনের অংশ হিসেবে জেলা মৎস্য অধিদপ্তর প্রাঙ্গণে মাছ চাষে সুফলভোগীদের মাঝে মাছ চাষের সহায়তায় বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় সুফলভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ করেন জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক প্রমুখ।