Print Date & Time : 29 August 2025 Friday 12:08 am

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল (২৩ আগস্ট) জাতীয় শোক দিবস পালন কমিটি ও বাংলাদেশ ব্যাংক এ আলোচনা সভা আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন শহীদ বুদ্ধিজীবী কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি জনাব এইচ. এম. দেলোয়ার হোসাইন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর লিটন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হোসেন সাগর।

বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নরগণ শোক দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশের অর্থনৈতিক খাত কে মজবুত করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।